কিছু উপদেষ্টা "সেফ এক্সিট’ নিতে চাচ্ছে বলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা যে অভিযোগ তুলেছেন, সেটির বিষয়ে পরিষ্কার তথ্য-প্রমাণ তুলে ধরার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “এটা উনি (নাহিদ ইসলাম) অভিমান থেকে বলেছেন, নাকি উনার কোনো একটা বিষয়ে গ্রিভেন্স আছে, এই বিষয়গুলো উনাকে পরিষ্কার করতে হবে। তাকে তার বক্তব্যকে সাবসটেনশিয়েট করতে হবে।”
তিনি আরও জানান, সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে এনসিপি আনুষ্ঠানিকভাবে অভিযোগ করলে তখন সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হবে।
‘সেফ এক্সিট’ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, “আমি একদম কোনো এক্সিট খুঁজছি না।”
তিনি সাংবাদিকদের বলেন, “এর আগেও বহু ঝড়-ঝঞ্ঝা এসেছে। ওই সব ঝড়-ঝঞ্ঝা প্রতিহত করে দেশে থেকেছি। বাকিটা জীবনও বাংলাদেশেই কাটাবো আপনাদের সাথে।”
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন বলে সম্প্রতি অভিযোগ করেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ ধরনের উপদেষ্টা নিজেদের "সেফ এক্সিট" বিষয়ে ভাবছেন বলেও মন্তব্য করেন তিনি।
দলের আহ্বায়কের এমন বক্তব্যের পর মঙ্গলবার এনসিপির আরেক নেতা সারজিস আলমও একই অভিযোগ তুলেছেন।