২৫ অক্টোবর শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৫ ক্লাব দল

২৫ অক্টোবর শুরু হচ্ছে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, খেলবে ৫ ক্লাব দল

অবশেষে ৫ দলের অংশগ্রহণে আগামী ২৫ অক্টোবর থেকে বন্দর নগরী চট্টগ্রামে মাঠে গড়াবে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫। সিজেকেএস অনুমোদিত ৮৯ টি ক্লাবকে টুর্নামেন্টে অংশগ্রহনের আমন্ত্রণ জানানো হলেও বিভিন্ন অজুহাতে সাড়া দেয়নি অধিকাংশ ক্লাব। যার প্রধান কারণ বর্তমানে খেলাধুলা পরিচালনায় ক্লাব গুলোর আর্থিক সংকট ও খেলোয়াড় সল্পতা।

গত ৫ আগষ্ট সরকার পতনের পর সারা দেশের মত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) এর কমিটিও ভেঙ্গে দেওয়া হলে নগরীর ক্রীড়াঙ্গনে নেমে আসে কালো মেঘ। পরবর্তীতে সিজেকেএস এ্যাডহক কমিটি গঠন করা হলেও সিজেকেএস অন্তর্ভুক্ত ক্লাব সমুহকে নিয়ে কোন ইভেন্ট এখনো মাঠ পর্যন্ত পৌঁছাতে পারেনি তারা। এরমধ্যে জাতীয় পর্যায়ের কয়েকটি ইভেন্টে চট্টগ্রাম জেলা ও বিভাগীয় দলের অংশগ্রহণ এবং তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে বেশ কিছু ইভেন্ট অনুষ্ঠিত হলেও তাতে ছিল না সিজেকেএস অনুমোদিত ক্লাব সমুহের কোন প্রকার অংশগ্রহণ। এমতাবস্থায় চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ইভেন্ট প্রিমিয়ার ডিভিশন, ১ম বিভাগ, ২য় বিভাগ, ৩য় বিভাগ ফুটবল ও ক্রিকেট লিগ সহ অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত না হাওয়ায় সিজেকেএস অনুমোদিত প্রায় ৮৯ টি ক্লাবের কর্মকতা ও খেলোয়াড়দের মাঝে নেমে আসে চরম হতাশা। এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ে সিজেকেএস এর আয়োজনে পূর্বে অনুষ্ঠিত হওয়ায় প্রায় ৩৫ টি ইভেন্টের হাজারো খেলোয়াড়। এই হতাশা থেকে উত্তরণের জন্য সিজেকেএস ক্লাব সমিতির আয়োজনে চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হলেও তাতে আশানুরূপ সাড়া মেলেনি। মাত্র ৫ টি ক্লাব এই টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত হয়। টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ক্লাব গুলো হলঃ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম , চট্টগ্রাম সিটি করপোরেশন, কল্লোল সংঘ গ্রীন ও এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব।

এরিমধ্যে অংশগ্রহণকারী ক্লাবসমুহ দল গুছানোর কাজ সম্পন্ন করে নিজ নিজ খেলোয়াড় তালিকা বাচাই কমিটির কাছে জমা দিয়েছে। যাচাই বাচাই শেষে আগামী ১৫ অক্টোবর কমিটি অংশগ্রহণকারী দলের চুড়ান্ত খেলোয়াড় তালিকা প্রকাশ করবে। টুর্ণামেন্টে একটি দলের হয়ে প্রিমিয়ার ও বি লিগের সর্ব্বোচ ৬ জন খেলোয়াড় মাঠে নামতে পারবে। তবে সেই ক্ষেত্রে খেলোয়াড়দের অবশ্যই জন্মসুত্রে চট্টগ্রাম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। টুর্ণামেন্টে মোট ১৩ টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

আয়োজকরা মনে করেন সিজেকেএস অন্তর্ভুক্ত ক্লাব ভিত্তিক ফুটবলকে সচল করার লক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট শতাধিক খেলোয়াড়ের আর্থিক চাহিদার কিছুটা হলেও পুরন করবে। আয়োজক সিজেকেএস ক্লাব সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম আশা প্রকাশ করে বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে চট্টগ্রামে ফুটবলের পুনজাগরণ ঘটবে। ফুটবলের মাঠ থেকে নিজেদের ফিরিয়ে নেওয়া হতাশাগ্রস্ত খেলোয়াড়রা আবারও ফিরে আসবে খেলার মাঠে। তিনি জানান, মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টকে সফল ও সার্থক করতে এরিমধ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে।

সৈয়দ শাহাবুদ্দীন শামীম, মেয়র গোল্ডকাপ কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন ও মেয়র কাপ বয়সভিত্তিক দুটি ক্রিকেট টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন করায় এবং নগরীর অবহেলিত খেলার মাঠগুলো উন্নয়ণের চলমান কার্যক্রমে বিশেষ ভুমিকা রাখায় সিজেকেএস ক্লাব সমিতির পক্ষ থেকে সমিতির প্রধান পৃষ্ঠপোষক, চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের নিবেদিত প্রাণ ও সাবেক খেলোয়াড় চট্টগ্রাম সিটি করপোরেশন এর মেয়র ডাঃ শাহাদাত হোসেনকে ধন্যবাদ জানান এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বি দ্রঃ আগামীতে থাকছে মেয়র গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৫ দল চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন চট্টগ্রাম , চট্টগ্রাম সিটি করপোরেশন, কল্লোল সংঘ গ্রীন ও এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব এর প্রস্তুতি ও দল নিয়ে বিস্তারিত।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email