থানার ভেতরে হ্যান্ডকাপ হাতে আ.লীগ নেত্রীর ছবি ভাইরাল

থানার ভেতরে হ্যান্ডকাপ হাতে আ.লীগ নেত্রীর ছবি ভাইরাল

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র নেতা বাহার কন্যা সালমা আক্তার নূপুর আবারও সমালোচনার মুখে।

সম্প্রতি কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভেতরে পুলিশের টেবিলে বসে হ্যান্ডকাপ হাতে ছবি তুলে নূপুর তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করলে তা ভাইরাল হয়েছে।

স্থানীয়রা বলছেন, সাধারণ নাগরিকরা থানায় প্রবেশ করতেও ভয় পান, অথচ নূপুর বাধা ছাড়াই পুলিশের টেবিলে বসে ছবি তুলেছেন, যা পুলিশি নিরপেক্ষতার ওপর প্রশ্ন তোলে। নূপুরকে এই কাজে সহযোগিতা করেছেন কথিত বৈষম্যবিরোধী নারী সমন্বয়ক জান্নাত।

স্থানীয় সূত্র জানায়, কিছুদিন আগে নূপুরের সঙ্গে আরেক নারীর বিষয় নিয়ে ঝামেলা হয়। অভিযোগ দিতে নূপুর থানায় আসে এবং সমন্বয়ক জান্নাতকে সঙ্গে নিয়ে এই ঘটনা ঘটায়।

নূপুর নিজে সাংবাদিকদের বলেন, “ছবিটি আমি মজা করে তুলেছি এবং ফেসবুকে মজা হিসেবে পোস্ট করেছি। পোস্ট ডিলেট করেছি এবং থানার কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করেছি।”

থানার ওসি মহিনুল ইসলাম জানিয়েছেন, তিনি ঘটনার সময় পুরো বিষয়টি জানতেন না। সেকেন্ড অফিসার কুতুবুদ্দিন বলেন, “এক অফিসার হ্যান্ডকাপটি টেবিলে রেখে ওয়াশ রুমে গিয়েছিলেন। নূপুর সেই সুযোগে ছবি তুলেছেন। যেহেতু সমন্বয়ক জান্নাত নূপুরকে সঙ্গে নিয়ে এসেছিলেন, আমরা কিছু বলিনি।”

এ ঘটনায় এখনও কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। স্থানীয় নাগরিকরা বলছেন, রাজনৈতিক পরিচয়ে থানার ভিতরে এমন কর্মকাণ্ড পুলিশি নিরপেক্ষতার প্রশ্ন তোলে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email