দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

দেশের সব বিমানবন্দরে সতর্কতা জারি

যুক্তরাজ্যের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন বিমানবন্দরে সাম্প্রতিক সাইবার হামলার পর বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়েছে। সংস্থাটি সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ১০টি বিশেষ নির্দেশনা জারি করেছে।

বৃহস্পতিবার বেবিচকের একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। নির্দেশনাপত্রে দেশের সব বিমানবন্দরের প্রধান ও বেবিচকের উচ্চপদস্থ কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান নির্দেশনাপত্রে স্বাক্ষর করেছেন।

নির্দেশনায় কর্মীদের বলা হয়েছে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ই-মেইল বা অজানা লিঙ্কে ক্লিক না করা, সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস নিয়মিত হালনাগাদ রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার এড়িয়ে চলা, দাপ্তরিক ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা এবং মাল্টি-ফ্যাক্টর অথেন্টিকেশন (MFA) চালু রাখার বিষয়গুলো মেনে চলতে।

এছাড়া, যেকোনো সাইবার ঝুঁকি বা ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে বেবিচকের সিএএবি সার্ট (CAAB-CERT) টিম, আইটি বিভাগ ও জাতীয় সাইবার ইন্সিডেন্ট রেসপন্স টিমকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বেবিচক সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর প্রধান কার্যালয়ে সাইবার হামলার ঝুঁকি ও প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বলা হয়, লন্ডনের কিছু বিমানবন্দরে সাম্প্রতিক হামলার কারণে ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল, যা বাংলাদেশের বিমান পরিবহন ব্যবস্থার জন্য সতর্কবার্তা হিসেবে বিবেচিত হয়েছে।

এছাড়া, সম্প্রতি বেবিচকের ওয়েবসাইটেও একটি সাইবার হামলার চেষ্টা ধরা পড়ে। জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি দ্রুত হস্তক্ষেপ করে ঝুঁকি মূল্যায়ন ও পরামর্শ দেয়। এই পরিস্থিতিতে বেবিচক পর্যালোচনার জন্য একটি অভিজ্ঞ প্রতিষ্ঠান নিয়োগের বিষয়ও বিবেচনা করছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email