ঝিনাইদহ-৩ আসনে কোনো গ্রুপিং থাকবে না, সকলকে এক সাথে এক মঞ্চে বিএনপির জন্য কাজ করতে হবে। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষেই কাজ করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমন স্পষ্ট নির্দেশনা দিয়েছেন ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশীদের।
মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ বাসায় এক বৈঠকে ঝিনাইদহ-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ তথ্য ও গবেষণা সম্পাদক কে এম আমিরুজ্জামান খান শিমুল,বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রনিকে ডেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনার কথা জানিয়ে দেন।
মির্জা ফখরুল ইসলাম বলেন, দলের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আপনারা এলাকায় যেয়ে একসাথে ভোটের জন্য কাজ করবেন। কোনো রকম গ্রুপিং নয়। এর ব্যত্যয় হলেই কঠোর ব্যবস্থা।
এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত তরিকুল ইসলামের জ্যেষ্ঠ পুত্র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জয়ন্ত কুমার কুণ্ডু।
নির্দেশনা বিষয় নিয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ইনকিলাবকে বলেন, আমি গ্রুপিং বুঝিনা, দলীয় মনোনয়ন চাইবো আমাকে দিলে আমি সকলকে নিয়ে দলের জন্য কাজ করতে চাই। আমাকে না দিয়ে যদি অন্য কাউকে দেয় সকলকে সঙ্গে নিয়ে তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনাকে আমি সাধুবাদ জানাই। দলকে এগিয়ে নিয়ে যেতে হলে আমাদের সকলকে এক মঞ্চে এসে দলীয় সকল কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
কে এম আমিরুজ্জামান খান শিমুল বলেন, দলের দুর্দিনে আমরা দু'জন এক সাথে কাজ করেছি, আগামীতেও করবো। তৃণমূল নেতাকর্মীদের সাথে আমাদের সব সময় যোগাযোগ আছে। ১৭ বছর হামলা মামলা হুলিয়া মাথায় নিয়ে রাজপথে ছিলাম আগামীতেও থাকবো। তারেক রহমানের রাষ্ট্র অবকাঠামো বিনির্মাণে ৩১ দফা বাস্তবায়ন করার লক্ষ্যে একসাথে কাজ করলে ধানের শীষের বিজয় নিশ্চিত। এ নির্দেশনার প্রতি আমি শ্রদ্ধা জানাই।
মেহেদি হাসান রনি বলেন, আমাদেরকে অবশ্যই দলের নির্দেশনা অনুযায়ী সকলকে এক হয়ে কাজ করতে হবে। আমার পিতা প্রয়াত শহিদুল ইসলাম মাস্টার কোটচাঁদপুর মহেশপুরের ৪ বারের নির্বাচিত সাবেক এমপি ছিলেন। দুই উপজেলায় যে উন্নয়ন হয়েছে সব তার হাত দিয়ে হয়েছে। আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। ঝিনাইদহ ৩ বিগত সময়ে বিএনপির ঘাটিছিল আগামীতেও থাকবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-৩ আসনে বিএনপির মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্য রূপ নিয়েছে। দলটি একাধিক ভাগে বিভক্ত হয়ে পড়েছে। মনোনয়ন প্রত্যাশীরা যে যার মত নিজেদেরকে তুলে ধরছেন ভোটারদের কাছে। ফলে বৃহৎ এ দলটির সাধারণ নেতা-কর্মী ও সমর্থকরা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে রয়েছে। যে কারণে ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে বিএনপি'র মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেওয়া বার্তা জানিয়ে দেন।