ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব উপকূলে ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় কর্তৃপক্ষ বিপজ্জনক সুনামি সতর্কতা জারি করেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য মতে, ভূমিকম্পটি মিন্ডানাও দ্বীপের পূর্ব দিকে ৫৮.১ কিলোমিটার (৩৬ মাইল) গভীরে আঘাত হানে, যা দ্বীপের সবচেয়ে বড় শহর ডাভো থেকে ১২৩ কিলোমিটার (৭৯ মাইল) দূরে।
সিএনএন সূত্রে জানা গেছে, স্থানীয় সময় শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে এই কম্পন অনুভূত হয়। প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন আগ্নেয়গিরি ও ভূকম্পন সংস্থা ফি-ভল্কস জানিয়েছে, বিপজ্জনক সুনামি প্রত্যাশিত, যার উচ্চতা জীবনহানিকর হতে পারে।
তারা ফিলিপাইনের পূর্ব ও দক্ষিণ উপকূলের মানুষদের স্থল ত্যাগ করার জন্য সতর্ক করেছেন। তবে তারা ভূমিকম্পের মাত্রা ৭.৬ হিসেবে জানিয়েছে।
মার্কিন সুনামি সতর্কতা ব্যবস্থার মতে, ফিলিপাইনের কিছু অংশে ১-৩ মিটার উচ্চতার সুনামি তরঙ্গ দেখা দিতে পারে। এছাড়াও, ইন্দোনেশিয়ার কিছু উপকূল এবং পলাউ দ্বীপে ৩০ সেন্টিমিটার থেকে ১ মিটার পর্যন্ত তরঙ্গ আসার সম্ভাবনা রয়েছে।