চট্টগ্রামের ফটিকছড়ি আসনে বিএনপির সম্ভাব্য ৫ মনোনয়ন প্রত্যাশীকে এক টেবিলে দেখা গেছে। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ফটিকছড়ি আসনের আগামীর “ধানের শীষের কান্ডারী” হিসেবে বিবেচিত এই পাঁচজন হেভিওয়েট প্রার্থীকে একসাথে বসতে দেখা নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশংসা ও কৌতূহলের জন্ম দিয়েছে।
মনোমুগ্ধকর এই দৃশ্যে উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
দলীয় সূত্রে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে মাঠে সক্রিয় রয়েছেন ১৮ সালের বিএনপির কর্ণেল (অবঃ) আজিম উল্যাহ্ বাহার,সাংবাদিক নেতা কাদের গনি চৌধুরী,উত্তর জেলা বিএনপি নেতা আলহাজ্ব সরওয়ার আলমগীর,সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী এবং উত্তর জেলা বিএনপি নেতা আলহাজ্ব ছালাহ্ উদ্দিন ।
দলীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দিতে এই মিলনমেলার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় নেতাকর্মীরা এটিকে “ঐক্যের টেবিল” হিসেবেই দেখছেন।