বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনকে শক্তিশালী ও গতিশীল করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ২০নং দেওয়ান বাজার ওয়ার্ড’র উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলায়েত হোসেন বুলু। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান সোনামানিক, কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দল’র সদস্য সচিব আইনুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইমরান। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইয়াছিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক ওমর আলী (রনি)। অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়, এরপর জাতীয় সংগীত পরিবেশিত হয়। কর্মী সভায় শত শত নেতাকর্মীর উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।