চট্টগ্রামের বাঁশখালি থানার ছনুয়া ইউনিয়ন থেকে অপহরণের একদিন পর অপহৃত পাঁচ মাস বয়সী শিশুকে চন্দনাইশ থানার কাঞ্চনাবাদ ইউনিয়ন থেকে উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ মুরাদাবাদ মাইজপাড়া এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
জানা যায়, গত সোমবার (১৩ অক্টোবর) বিকাল দুইটার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আলীজ্জান বর বাড়ি থেকে মোঃ মনজুর আলমের পাঁচ মাস বয়সী শিশু মো. আদিয়াত অপহরণ হয়। শিশু আদিয়াতের মা কুলছুমা বেগম জানান, গতকাল (সোমবার) দুপুরে বাবার কোল থেকে শিশু আদিয়াতকে পার্শ্ববর্তী মো. রিদুয়ান কোলে নেয়। কোলে নিয়ে আদর করার ছলে এক পর্যায়ে আদিয়াতকে নিয়ে পালিয়ে যায় সে। পরে আদিয়াতের বাবা বাদী হয়ে মো. রিদুয়ানের বিরুদ্ধে বাঁশখালী থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত করে চন্দনাইশ উপজেলায় শিশু আদিয়াতের অবস্থান খুঁজে পায়।
পরে মঙ্গলবার বিকালে চন্দনাইশ থানার সেকেন্ড অফিসার পুলিশ উপপরিদর্শক রাকিব হোসেন ও পুলিশ উপপরিদর্শক নয়ন আচার্য উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুরাদাবাদ মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে ওমান প্রবাসী নাজিম উদ্দীনের স্ত্রী রোবাইদা সুলতানা তানজুর কাছ থেকে শিশু আদিয়াতকে উদ্ধার করে চন্দনাইশ থানায় নিয়ে আসে। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা বাঁশখালী থানার পুলিশ উপপরিদর্শক জামাল হোসেনের নিকট হস্তান্তর করেন।
এ বিষয়ে রোবাইদা সুলতানা তানজুর নিকট জানতে চাইলে তিনি জানান, গত ১১ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও সন্তান হচ্ছিলো না। মাতৃত্বের স্বাদ পেতে সন্তান দত্তক নেওয়ার জন্য বিভিন্নজনকে খোঁজ খবর নিতে বলেন। অবশেষে তার ফুফাতো ভাই পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আমিনুল ইসলামের মাধ্যমে তার বন্ধু রিদুয়ানের কাছ থেকে থেকে পটিয়া আমজুর হাট এলাকা থেকে শিশু আদিয়াতকে এক লাখ বিশ হাজার টাকার বিনিময়ে দত্তক নেন তিনি। দত্তক নেওয়ার সময় রিদুয়ান নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেয় এবং শিশুটির জন্মের সময় শিশুটির মা মারা গেছে বলে জানায়। এতদিন রিদুয়ানের বোনের কাছে থাকলেও এখন শিশুটিকে তার বোন রাখতে অপারগতা প্রকাশ করায় রিদুয়ান শিশুটিকে দত্তক দিচ্ছে বলে জানায়।
এদিকে রিদুয়ানের কথা সরলমনে বিশ্বাস করে স্ট্যাম্পে লিখিত করার মাধ্যমে শিশুটিকে দত্তক নেওয়ার পর আদর যত্নে লালল পালনের স্বপ্ন দেখছিলেন ১১বছরের বিবাহিত জীবনে সন্তানহীন রোবাইদা সুলতানা তানজু। বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়াটা মানতেই পারছে না সে। শিশু আদিয়াতকে তার আসল মায়ের কাছে হস্তান্তরকালে অঝোর কান্নায় ভেঙে পড়েন রোবাইদা সুলতানা তানজু।
এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরওয়ার বলেন, পাঁচ মাস বয়সী শিশু আদিয়াতকে উদ্ধার করে রোবাইদা সুলতানা তানজু
সহ বাঁশখালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।