প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৮, ২০২৫, ৮:১০ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৭, ২০২৫, ২:৫২ অপরাহ্ণ
জুলাইযোদ্ধাদের দাবিতে সনদে জরুরি সংশোধন হচ্ছে : আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, জুলাইযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদে জরুরি সংশোধন আনা হচ্ছে।
শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে এসে জুলাইযোদ্ধাদের উদ্দেশে এ কথা বলেন তিনি।
ড. আলী রীয়াজ বলেন, ‘আপনাদের সঙ্গে এইভাবে দেখা করতে হচ্ছে, আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। জুলাইযোদ্ধাদের দাবির পরিপ্রেক্ষিতে সনদের পঞ্চম দফার অঙ্গীকারনামায় জরুরি সংশোধন তৈরি করা হচ্ছে, যা চূড়ান্ত সনদে থাকবে। যেখানে স্বীকৃতি, মর্যাদা এবং সুরক্ষা থাকবে। এসব বিষয়ে কমিশন এবং দলগুলোর পার্থক্য নেই।’
তিনি বলেন, ‘কমিশন ৩১ অক্টোবরে পর্যন্ত বহাল রয়েছে। আজকের দিনই শেষ কথা নয়। সরকারের ব্যবস্থার দিকে নজর রাখব।’
আজ বিকেলে সনদ স্বাক্ষর অনুষ্ঠান হবে উল্লেখ করে আন্দোলনরত জুলাইযোদ্ধাদের চলে যাওয়ার আহ্বান জানান জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি।
তবে তার কথায় রাজি হননি জুলাইযোদ্ধারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জুলাইযোদ্ধাদের সংসদ ভবন এলাকার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
এর আগে জুলাইযোদ্ধারা তিন দফা দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অবস্থান নেন। ‘ওয়ারিয়র্স অব জুলাই’ নামে জুলাইযোদ্ধাদের সংগঠন তিন দফা দাবি জানায়। সেগুলো হচ্ছে -
১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে।
২.আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৩. এই দাবিগুলো জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।
Copyright © 2025 নাগরিক দর্পণ. All rights reserved.