জুলাই যোদ্ধা এবং পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় রাজধানীর মানিক মিয়া এ্যাভিনিউ রণক্ষেত্রে পরিণত হয়েছে।
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানস্থলে শুক্রবার (১৭ অক্টোবর) বেলা সোয়া একটার পর এ সংঘর্ষ শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে ঘটনাস্থলে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, সংসদ ভবনের সামনের রাস্তায় একাধিক কটকেট বিস্ফোরণের পাশাপাশি জুলাই যোদ্ধারা একাধিক গাড়িতে অগ্নিসংযোগ করেছে। রাস্তায় কয়েক স্থানে আগুন জ্বলতে দেখা গেছে।
পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেলে একাধিক ব্যক্তি আহত হয়েছে, যাদের বেশ কয়েক জনকে রিকশায় করে হাসপাতালে নেওয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত, মানিক মিয়া এ্যাভিনিউর সামনের রাস্তায় সংঘর্ষ চলছে।
এর আগে, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশি বাধা অতিক্রম করে দেওয়াল টপকে অনুষ্ঠানস্থলে প্রবেশ এবং অতিথিদের জন্য বরাদ্দ করা চেয়ারগুলোতে বসে পড়া ‘জুলাই যোদ্ধাদের’ ধাওয়া দিয়ে সংসদ ভবন এলাকা থেকে বের করে দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী।
বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলেন। তারা বাইরে বের হয়ে বেশ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ।
ভাঙচুর করা গাড়িগুলোর মধ্যে দুইটি পুলিশের গাড়ি রয়েছে। গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।
গাড়ি ভাঙচুর করার সময় পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় পুলিশ তাদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করে। বর্তমানে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা গেছে।
পুলিশকে সেখানে অবস্থানকারীদের লাঠিপেটা করতে দেখা যায়। ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হয়েছেন এ সময়। তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে।
পরে ‘জুলাই যোদ্ধারা’ বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে। একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায়। এ সময় পুলিশ আবার তাদের সরিয়ে দেয়।
বাইরে লাঠিসোঁটা হাতে একদল তরুণকে বিক্ষোভ করতে দেখা গেছে। তারা ইটপাটকেল নিক্ষেপ করছিল।
শুক্রবার সকাল ১০টায় সংসদ ভবনের বেষ্টনী ভেঙে অনুষ্ঠানস্থলে হাজির হয়েছিলেন শতাধিক ‘জুলাই যোদ্ধারা’।