
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির আলোকে আগামীর বাংলাদেশ হবে সবার বাংলাদেশ। যারা কর্তৃত্ববাদের ভয় দেখান এবং নিজেদের নিরঙ্কুশ ভাবেন, তাদের মনে রাখতে হবে নিরঙ্কুশ ক্ষমতা একমাত্র মহান আল্লাহর। এই দেশের জনগণই প্রকৃত ক্ষমতার মালিক। তাই জনগণের বিপক্ষে কোনো ষড়যন্ত্র সফল হবে না। এখন নির্বাচনের ট্রেন লাইনে উঠে গেছে, আর অপেক্ষা নয়। বিএনপি সবসময়ই নির্বাচনের জন্য প্রস্তুত। জনগণের ভোটেই বিএনপির বিজয় হবে। তাই বিএনপি নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে ঘরে ঘরে প্রচারণায় ঝাঁপিয়ে পড়তে হবে।
তিনি শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় নগরীর চৌমুহনী সুলতান কলোনি এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষে ২৩ নং উত্তর পাটানটুলী ওয়ার্ড বিএনপির উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, জনগণ বিএনপির প্রতি আস্থা রাখে, ভালোবাসে। সেই বিশ্বাসের জায়গা থেকেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নিয়ে সরকার গঠন করবে। সে সরকারের নেতৃত্ব দেবেন দেশের ভবিষ্যৎ নেতা তারেক রহমান। তাই বিএনপি করে গর্বিত হতে হবে। কারণ বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার দল, এটি অতীতমুখী নয়, ভবিষ্যতমুখী দল। বিএনপি দেশপ্রেমিকদের দল, মুক্তিযোদ্ধাদের দল এবং জনগণের পাশে থাকার দল।
উত্তর পাঠানটুলী ওয়ার্ড বিএনপির আহবায়ক আবদুল হালিমের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসনাত ও সি. যুগ্ম আহবায়ক সুলতান মাহমুদ সুমনের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাবেক যুগ্ম সম্পাদক ফাতেমা বাদশা, বক্তব্য রাখেন মহানগর বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বুলু, এম এ হাশেম, ওয়ার্ড বিএনপির সাবেক আহবায়ক হাজী মো. মহসিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহবায়ক আকবর কবির ডিউক, সিরাজুল ইসলাম, আবদুল মান্নান, আনিছ উদ্দিন বাচ্ছু, সিরাজুল মোস্তফা, মোহাম্মদ আলী, মো. আজাদ, মানিক খাঁন, আনু মিয়া বাবুল, রমা হাসান, অঙ্গ সংগঠনের মজিবুর রহমান মজিব, মো. আলমগীর, মো. ফারুক, মো. ইদ্রিস, মো. আরিফ, মো. আরজু, মো. নবী, মো. ফয়সাল, মো. খোকন, মো. ফরিদ, মো. মিন্টু, আবু তাহের বাবুল, আনোয়ার হোসেন, মো. শাহজাহান, মো. মীর কাশেম, মো. ইমরান, মো. সুমন, নুরুল আলম জিকু, মো. জুয়েল, মো. আমিন, ফজল আমিন টুটুল, মো. তানভীর, মো. দেলোয়ার, মো. নান্টু প্রমূখ।