ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট চলাচল শুরু

ঘণ্টা পর শাহজালালে ফ্লাইট চলাচল শুরু
শনিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি : সময়ের আলো
প্রায় ছয় ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টা ৬ মিনিটে দুবাই থেকে আসা ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট  অবতরণ করার মাধ্যমে শাহজালাল বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু হয়।
শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে রাত ৯টায় ফ্লাইট চলাচলের বিষয়টি জানানো হয়েছিল।
এদিন দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email