কর্মবিরতি প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

কর্মবিরতি প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক

যানবাহন ও সিঅ্যান্ডএফ কর্মচারীদের গেট পাস ফি (মাশুল) বৃদ্ধি স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে আবারও স্বাভাবিকতা ফিরেছে।
রোববার দুপুরে যানবাহনের বর্ধিত ট্যারিফ স্থগিতের পর সন্ধ্যায় সিঅ্যান্ডএফ কর্মচারীদের প্রবেশ ফিও স্থগিত করা হয়। এর ফলে সোমবার (২০ অক্টোবর) সকাল ৯টা থেকে নির্ধারিত কর্মবিরতি প্রত্যাহার করে নেয় শ্রমিক সংগঠনগুলো। সকাল থেকেই বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, রোববার দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের বৈঠকে যানবাহনের গেট পাসের বর্ধিত ফি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেলে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ফিও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

তিনি আরও জানান, শনিবার থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় আমদানি পণ্যের ডেলিভারি ব্যাহত হয়েছিল। বিষয়টি দেশের আমদানি-রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ায় বন্দর চেয়ারম্যানের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, ভারী গাড়ির প্রবেশ ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা করায় ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান মালিকরা বন্দর থেকে কনটেইনার পরিবহন বন্ধ রাখেন। পাশাপাশি সিঅ্যান্ডএফ কর্মচারীদের প্রবেশ ফিও ১০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা (ভ্যাটসহ) নির্ধারণ করায় তারা প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করে আসছিলেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী বলেন, ‘গেট পাস ফি বাড়ানোর কারণে আমরা কর্মবিরতি পালন করছিলাম। রোববার বিকেলে বন্দর সচিব ও চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পর আমাদের বর্ধিত ফিও স্থগিত করা হয়। ফলে আমরা রাতেই কর্মসূচি প্রত্যাহার করি।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email