তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ গড়ব: মেয়র ডা. শাহাদাত

তরুণ প্রজন্মকে মাদক থেকে বাঁচাতে প্রত্যেক ওয়ার্ডে খেলার মাঠ গড়ব: মেয়র ডা. শাহাদাত

তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে নগরীর ৪১ টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার উদ্যোগ বাস্তবায়নাধীন বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: জানে আলম রনি। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ মনজুর আলম।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১টি ওয়ার্ডে খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে ৪১টি ওয়ার্ডেই খেলার মাঠ তৈরি করা হবে।

“আমরা চাই কিশোর ও তরুণ প্রজন্ম যেন মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগ দেয়। এজন্য প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, ওয়াকওয়ে ও শিশুদের জন্য ছোট পার্ক নির্মাণ করা হচ্ছে, যাতে সবাই সুস্থ ও সুন্দর পরিবেশে সময় কাটাতে পারে।”

তিনি আরও বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চট্টগ্রামকে একটি ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছি। এজন্য ডোর-টু-ডোর ময়লা সংগ্রহ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, যাতে কোন ময়লা নালা বা খালে না পড়ে।”

চট্টগ্রামে উৎপাদিত বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে জানিয়ে মেয়র বলেন, বাংলাদেশে প্রথমবারের মতো বর্জ্য থেকে গ্যাস উৎপাদনের ট্রায়াল উদ্বোধন করেছি। ভবিষ্যতে এই প্রকল্প পুরোপুরি বাস্তবায়িত হলে ডোর-টু-ডোর প্রকল্পের জন্য নাগরিকদের আর কোনো বাড়তি টাকা দিতে হবে না,”— বলেন মেয়র।

নাগরিক সেবার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, “আমরা নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের জন্য স্মার্ট কার্ড বিতরণ করছি। এ কার্ডের মাধ্যমে দ্রব্যমূল্যের ছাড়, বয়স্ক ও বিধবা ভাতা সহ বিভিন্ন সুবিধা দেওয়া হচ্ছে। উচ্চবিত্তরা এই কার্ড পাবেন না।”

চট্টগ্রামকে জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণমুক্ত রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “আমাদের লক্ষ্য—একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও স্মার্ট নগরী উপহার দেওয়া।”

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email