
ভারতের সঙ্গে যেসব চুক্তি হয়েছে সেগুলোর ‘অধিকাংশের অস্তিত্বই নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দেশটির সঙ্গে চুক্তি বাতিলে যে তথ্য ছড়িয়েছে তাও ‘সঠিক নয়’ বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।
সম্প্রতি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে ভারতের সঙ্গে ‘বাতিল হওয়া’ চুক্তির একটি তালিকা প্রকাশ করা হয়। ওই পোস্টে দাবি করা হয়, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরই চুক্তিগুলোর বিষয়ে সিদ্ধান্ত হয়।
এ বিষয়ে প্রশ্ন করা হলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতের সঙ্গে চুক্তি বাতিলের তথ্য সঠিক নয়, অধিকাংশের অস্তিত্বই নেই।’
তিনি বলেন, ‘ফেনীর পানি বন্টন নিয়ে কোনো চুক্তি নেই, স্থানীয় সরকার উপদেষ্টা কারও তথ্য রিপোস্ট করেছেন, না করলেও পারতেন।’
তিনি আরও বলেন, ‘ভারতের সঙ্গে বেশির ভাগ প্রকল্প বা চুক্তির কোনো অস্তিত্বই নেই।’
তবে তৌহিদ হোসেন বলেন, ‘একটা চুক্তি বাতিল করা হয়েছে। আদানির চুক্তির পর্যালোচনা চলছে।’
‘ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিরসরাই ও মোংলা আইইজেড বাতিলের বিষয়টি পর্যালোচনা চলছে আর বাতিল হয়েছে ভারতীয় প্রতিরক্ষা কোম্পানি জিআরএসইর সঙ্গে টাগবোট চুক্তি’, যোগ করেন তিনি।
এ সময় রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাগরিকের অংশগ্রহণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কোনো বাংলাদেশিকেই রাশিয়া বা ইউক্রেনের পক্ষে যুদ্ধে যোগ দেওয়ার অনুমতি দেয়নি সরকার।’
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চিঠি প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘সবারই উচিত নিজ নিজ কাজ করা, সরকারকে অনেক কিছু চিন্তা করে কাজ করতে হয়।’