জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য
তারিখ: ২২/১০/২০২৫ ইং
প্রিয় সাংবাদিক বন্ধুরা
আসসালামুলাইকুম ও শুভেচ্ছো। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আয়োজনে এবং জাতীয়তাবাদী ক্রীড়া দলের সার্বিক সহযোগিতায় স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫' উপলক্ষ্যে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রিয় সাংবাদিক কন্দ,
আপনারা জানেন, এই চট্টগ্রাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত। চট্টগ্রামের কালুরঘাট থেকে তিনি মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং সম্মুখযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, দেশকে করেছিলেন স্বাধীন। চট্টগ্রাম থেকেই তিনি বলেছিলেন 'উই রিভোল্ট'। ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা। দেশের আনাচে-কানাচে সর্বত্র এ খেলাটি অনুষ্ঠিত হয়। দুনিয়ার সাড়ে তিন বিলিয়ন লোক এই খেলা দেখে। ফুটবলের নাম শোনেননি দুনিয়ায় এমন লোক পাওয়া দুর্লভ। পৃথিবীর সব প্রান্তে ছড়িয়ে আছে ফুটবলপ্রিয় দর্শক। কিন্তু মাঝখানে আমাদের দেশে ফুটবলের জনপ্রিয়তা কিছুটা ভাটা পড়েছিল। দলীয়করণের কারণে খেলাধুলার মান এবং জনপ্রিয়তা দুটাই শেষ হয়ে গিয়েছিল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উৎসাহে ফুটবলকে আরও জনপ্রিয় করতে এবং তৃণমূলের খেলোয়াড়দেরকে উৎসাহ দিতে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিকে ধরে রাখতে আগামী ২৪ অক্টোবর, ২০২৫ চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে 'জিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৫'। এই টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করবে। সাবেক জাতীয় ফুটবলার এবং তারকা ফুটবলারদের নিয়ে এসব দল গঠন করা হয়েছে। ২৪ অক্টোবর শুক্রবার সকালে প্রথমে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দুই ম্যাচে জয়ী দুই দল বিকাল তিনটায় ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবেন। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধক থাকবেন সাফজয়ী বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক ও বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। সভাপতিত্ব করবেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডা.শাহাদাত হোসেন, বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশনের আহ্বায়ক মো. শরীফুল আলম, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক হারনুর রশীদ হারুন ও ব্যারিস্টার মীর হেলাল উদ্দীন।
সাংবাদিক ভাইয়েরা
আপনারা জাতির বিবেক ও রাষ্ট্রের চতুর্থস্তম্ভ। আপনারা সব সময় লেখনীর মাধ্যমে আমাদের টুর্নামেন্টের সব খবর প্রকাশ করেন এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। আমরা আশাকরি ফুটবলের উন্নয়নে এই টুর্নামেন্টের সব খবর কাভারেজ দিয়ে ফুটবলকে আরও বেশি জনপ্রিয় করে তুলবেন। আমরা ফুবটলের গণজোয়ার দেখতে চাই। একদিন বিশ্ব মঞ্চে নিজেদের সামর্থ্য দেখাবে বাংলাদেশ ফুটবল দল।
হবুবের রহমান শামীম
প্রগঠনিক সম্পাদক, বিএনপি
প্রদেষ্টা-জিয়া ফুটবল টুর্নামেন্ট ২০২৫