
সৌদি আরবের সর্বোচ্চ ধর্মীয় পদ গ্র্যান্ড মুফতি হিসেবে নিয়োগ পেয়েছেন শায়খ সালেহ আল-ফাওজান। এছাড়া তিনি দেশটির সিনিয়র আলেম পরিষদের চেয়ারম্যন, ইফতা ও গবেষণাবিষয়ক স্থায়ী কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।
বুধবার (২২ অক্টোবর) দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের সুপারিশের ভিত্তিতে এ রাজকীয় আদেশ জারি করা হয়।
মসজিদুল হারাম ও মসজিদে নববির খাদেম বাদশাহ সালমান সৌদি আরবের নতুন গ্র্যান্ড মুফতি হিসেবে শায়খ সালেহ আল-ফাওজানকে নিয়োগ দিয়েছেন।
জানা যায়, শায়খ সালেহ আল-ফাওজান সৌদি আরবের প্রভাবশালী আলেম। তিনি সিনিয়র আলেম পরিষদ ও ইফতা কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। মুসলিম বিশ্ব লীগের আওতাধীন ইসলামিক ফিকহ কাউন্সিলের সদস্য এবং হজ মৌসুমে দায়িত্বরত দাঈদের তত্ত্বাবধান কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন অনেক দিন।
শায়খ আল ফাওজানের বাড়ি সৌদি আরবের আশ-শিমাসিয়াহ কাসিম অঞ্চলে। জন্ম ১৯৩৫ সালে। শৈশবে বাবাকে হারান তিন। পরিবার ও স্থানীয় মসজিদের ইমাম শায়খ হাম্মুদ বিন সুলায়মান আত-তিলালের তত্ত্বাবধানে বেড়ে ওঠেন তিনি। হাম্মুদের কাছেই তার পড়াশোনার হাতেখড়ি। কোরআন তেলাওয়াত শিখেন তার কাছ থেকে।