এবার লাইভে মুখ খুললেন সালমান শাহ’র ভাই

এবার লাইভে মুখ খুললেন সালমান শাহ’র ভাই

বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা সালমান শাহ হত্যার তদন্ত পুনরায় শুরু হয়েছে। এ মামলার এক নম্বর আসামি সাবেক স্ত্রী সামিরা হককে নিয়ে এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে মুখ খুলেছেন সালমান শাহের ছোট ভাই শাহরান চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) তিনি ফেসবুক লাইভ করেন।

ভিডিওর শুরুতেই তিনি জানান তিনি কিছু কারণে আজ লাইভে এসেছেন। কাউকে ছোট করা বা ব্যক্তিগত আক্রোশ মেটানো তার উদ্দেশ্য নয়। সালমান শাহ সামিরাকে প্রচন্ডরকম ভালোবাসতেন বলে উল্লেখ করে তিনি কেঁদে ফেলেন।

সামিরাকে চিন্তা করে দেখার কথা উল্লেখ করে তিনি বলেন, যেকারণে আমার ভাইকে পছন্দ করেছিলেন, আপনার বাবা-মাকে ছেড়ে পালিয়ে এসে বিয়ে করেছিলেন, নিশ্চয়ই সেরকম কিছু দেখেই করেছিলেন। ভেবে দেখবেন, বিয়ের পর আপনার পরিবার মেনে না নিলেও আমার পরিবার কিন্তু মেনে নিয়েছিলেন।

এরপর ক্ষোভ প্রকাশ করে শাহরান বলেন, আপনার যুক্তি দেন, আমার ভাই আত্মহত্যা করেছেন, আপনার সঙ্গে পরিচয়ের আগ পর্যন্ত তো স্বাভাবিক জীবন ছিল সালমানের।

সামিরাকে উদ্দেশ্য করে শাহরান বলেন, আপনি আমার ভাবী ছিলেন, আপনার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল, কিন্তু আপনি আমার ফোন ধরেননি। আমার মনে হয় আপনার বয়স হয়েছে বা আপনার মনে নাই। আমি আপনাকে ছোট করবো না। কিন্তু আপনি একবার চিন্তা করেন আপনি কেন বগুড়া থেকে ঢাকায় এসে আশ্রয় নিয়েছিলেন। আমার ভাই কিন্তু সবকিছুই আমার সঙ্গে শেয়ার করতো।

আমি আজকে লাইভে সেটা বলবো না যে আপনি বগুড়ায় কী করে এসেছিলেন, সেটা আপনি ভালো করে জানেন। আমি বলবো, আপনার কর্মের জন্য আপনি মাফ চান। আল্লাহর কাছে মাফ চান বলে লাইভে উল্লেখ করেন তিনি।

ফেসবুক লাইভে এসে সামিরাকে দোষারোপ করার পাশাপাশি সালমানের বন্ধু ফারুককেও দোষারোপ করেন শাহরান। লাইভে তিনি জানান, অভিনয় না জানা সত্ত্বেও সালমান শাহর বিশেষ অনুরোধে সিনেমায় কাজ করার সুযোগ পেতেন ফারুক। কিন্তু ফারুকই সালমান ও শাবনূরের নামে মিথ্যা তথ্য ছড়াতেন সামিরার কাছে। হত্যা মামলায় অভিযুক্ত ১১ জনকেই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে মাফ চাইতে বলেন তিনি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email