বইমেলা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

বইমেলা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই: প্রেস সচিব

বইমেলা সুন্দরভাবে আয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ চেষ্টা করবে এবারের বইমেলাটিও যেন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। সময় নির্ধারণের বিষয়টি বাংলা একাডেমির ওপর নির্ভর করছে। তারা আগের মতো একই সময়ে আয়োজন করবে, নাকি সময়ের কিছুটা হেরফের করবে—সেটা একাডেমি ঠিক করবে। তবে মেলা হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।

রোববার (২৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব বলেন, আমরা এমন একটি বইমেলা চাই, যেখানে সবার বই স্থান পাবে। লেখক যেই মতেরই হোন না কেন—সব ধরনের মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার বই যেন মেলায় থাকে। পাঠক নিজেই সিদ্ধান্ত নেবেন তিনি কোন বই পড়বেন বা কিনবেন।

শফিকুল আলম বলেন, আমরা চাই বইমেলা হোক বৈষম্যবিরোধী। কেউ যেন বলতে না পারেন—তার সঙ্গে বৈষম্য করা হচ্ছে, তার বই প্রকাশ বা বিক্রির সুযোগ দেওয়া হচ্ছে না। এমন অভিযোগের সুযোগ যেন না থাকে।

আগের কিছু বইমেলার সমালোচনা করে প্রেস সচিব বলেন, আমরা এমন বইমেলা চাই না যেখানে ৪০ শতাংশ বই একজন ব্যক্তিকে কেন্দ্র করে থাকে। একসময় দেখা যেত শেখ পরিবারের ওপর অসংখ্য বই, এমনকি টুঙ্গিপাড়ায় কারো পুকুরের পাশে বসা নিয়েও বই লেখা হয়েছে, যার উদ্দেশ্য ছিল কেবল অর্থ উপার্জন। এই ধরনের মেলার সময় এখন শেষ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email