চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার (২৬ অক্টোবর) রাতে আনোয়ারা আর্মি ক্যাম্পের উদ্যোগে টানা চারটি পৃথক অভিযান পরিচালিত হয়।
উপজেলার বৈরাগ ইউনিয়ন আমানুল্লাহ পাড়া এলাকায় পরিচালিত অভিযানে ১৮৮ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী এরশাদুল আলমকে কাব্য রেসিডেন্সিয়াল এলাকার পাশের ঘন পাহাড়ি জঙ্গল থেকে আটক করে সেনাবাহিনী। একইদিন রাত সাড়ে ১১টার দিকে বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার (এক হাজার) পিস ইয়াবাসহ কামরুজ্জামান (৩৮) নামে আরও এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, মাদক সমাজের শত্রু। আনোয়ারা আর্মি ক্যাম্পের পক্ষ থেকে এই ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, সেনাবাহিনী আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।