চিত্রনায়ক সালমান শাহর হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক ডনসহ সংশ্লিষ্ট কয়েকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত।
সোমবার (২৭ অক্টোবর) আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মামলার তদন্তের স্বার্থে আদালত এ নিষেধাজ্ঞা দেন। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।
উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনে নিজের ফ্ল্যাটে রহস্যজনকভাবে মারা যান বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ। পরে পরিবার ও ভক্তদের পক্ষ থেকে এটি হত্যা মামলা হিসেবে দাবি করা হয়। দীর্ঘ সময় ধরে তদন্ত চললেও মামলাটি এখনো আদালতে বিচারাধীন রয়েছে।