বেশি সংখ্যক জামিন আদেশ দেওয়ায় হাইকোর্ট বিভাগের তিন বিচারপতির কাছ থেকে ব্যাখ্যা চেয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোয়াজ্জেম হোসেন।
যেসব বিচারপতির কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে তারা হলেন- বিচারপতি আবু তাহের সাইফুর রহমান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি জাকির হোসেন।
প্রধান বিচারপতির দপ্তর থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে বলে সুপ্রিম কোর্ট সূত্রে জানা গেছে। সাম্প্রতিক সময়ে বিপুল সংখ্যক মামলায় জামিনের আদেশ দেওয়ার প্রেক্ষিতেই এই পদক্ষেপ নেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।