আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ ঘটে। সংঘর্ষের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি শান্ত এবং স্বাভাবিক রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে সায়েন্সল্যাব এলাকায় সড়কে অবস্থান নেওয়ার ঘটনায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। একপর্যায়ে, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। উত্তেজনা বাড়তে থাকলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

পুলিশের সূত্রমতে, সংঘর্ষের ঘটনা সকালে ঘটে, যখন ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী। এরপর ঢাকার অন্য কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের শিক্ষার্থীর ওপর প্রতিশোধ নিতে মারধর করে। এরপর সায়েন্সল্যাব এলাকায় দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ে। দুপুরের দিকে ৫০-৬০ জন আইডিয়াল কলেজের শিক্ষার্থী সায়েন্সল্যাবের ম্যারিয়ট কনভেনশন হলের সামনে জড়ো হয়। পুলিশ তাদের সরে যেতে বললে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পুলিশ মিরপুর সড়কের দিকে ধাওয়া দিলে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে, এরপর পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। সংঘর্ষের পর, শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান এবং এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ধানমন্ডি পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা জানান, পুলিশের ব্যবস্থা গ্রহণের পর পরিস্থিতি শান্ত হয়ে গেছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের সরে যাওয়ার পর এলাকাটি স্বাভাবিক হয়ে উঠেছে এবং বর্তমানে কোনো বিশৃঙ্খলা নেই।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email