চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “সুস্থ সমাজ গঠনে প্রত্যেককে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করে নিতে হবে। নিজে যেমন নিয়মিত হাত ধুবেন, তেমনি অন্যকেও অনুপ্রাণিত করবেন হাত ধোয়ার জন্য।”
বুধবার (২৯ অক্টোবর) চট্টগ্রাম সার্কিট হাউজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৫ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ আহ্বান জানান।
তিনি বলেন, “সঠিকভাবে হাত পরিষ্কার না করলে ডায়রিয়া, টাইফয়েডসহ নানা সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। আমাদের মনে রাখতে হবে, হাত হলো রোগজীবাণু বহনের সবচেয়ে সহজ মাধ্যম। তাই খাওয়ার আগে, টয়লেট ব্যবহারের পর, এবং অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসার পর অবশ্যই সাবান ও বিশুদ্ধ পানি দিয়ে হাত ধোয়া জরুরি।”
মেয়র আরও বলেন, “করোনার সময় আমরা হাত ধোয়ার বিষয়ে সচেতন ছিলাম, কিন্তু সময়ের সাথে সাথে অনেকেই সেই অভ্যাস ভুলে যাচ্ছি। এখনই আমাদের সেই সচেতনতা ফিরিয়ে আনতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই হাত ধোয়ার সঠিক পদ্ধতি শেখাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালত, এবং গণপরিবহনসহ সব জায়গায় হাত ধোয়ার সুযোগ নিশ্চিত করতে হবে।”
তিনি বলেন, “হাত ধোয়ার পাশাপাশি বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও নিরাপদ খাদ্যের বিষয়ে জনগণকে আরও সচেতন করতে হবে। এই তিনটি উপাদানই একটি সুস্থ সমাজের মূল ভিত্তি। তাই সরকার ও স্থানীয় প্রশাসনের বাজেটে এ খাতগুলোর বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।”
বিশেষ অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, “হাত ধোয়ার অভ্যাস গড়ে তুললে ব্যক্তিগত এবং সামাজিকভাবে অসংখ্য রোগ প্রতিরোধ করা সম্ভব। এটি একটি ছোট কাজ হলেও এর প্রভাব বিশাল।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা), জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং শিক্ষার্থীরা।