নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’

রাজনৈতিক দলগুলোর নির্বাচনের প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করা হয়।

এর আগে কয়েকদফা নির্বাচন কমিশনের সঙ্গে শাপলা প্রতীক পেতে বৈঠক করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া দলটির পক্ষ থেকে বারবার বলা হয়েছিল ‘শাপলা’ না দিলে তারা নিবন্ধন নেবে না। এমন পরিস্থিতিতে নতুন করে ‘শাপলা কলি’ যুক্ত করা হলো প্রতীকের তালিকায়।

বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত এস.আর.ও. নং ৪৩১-আইন/২০২৫ অনুযায়ী, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’–এর সংশোধনের মাধ্যমে প্রতীক তালিকায় নতুন সংযোজন করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮–এর বিধি ৯-এর উপবিধি (১) সংশোধন করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য প্রাপ্য প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে। এই তালিকায় ১ নম্বর থেকে ১১৯ নম্বর পর্যন্ত মোট ১১৯টি প্রতীক অন্তর্ভুক্ত রয়েছে।

এর মধ্যে নতুন সংযোজন হিসেবে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত হয়েছে ১০২ নম্বরে- যা এবার থেকে নিবন্ধিত রাজনৈতিক দলসমূহকে বরাদ্দ দেওয়া যাবে।

গেজেটের ভাষ্যমতে, স্থগিত প্রতীক ছাড়া অন্য সব প্রতীক প্রার্থীদের প্রাপ্যতা অনুসারে বরাদ্দ দেওয়া যাবে। প্রতীকগুলোর মধ্যে রয়েছে আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা, ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখীসহ জনপ্রিয় প্রতীকসমূহ।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগের ২৪ সেপ্টেম্বর জারি করা এস.আর.ও. নং ৩৮১-আইন/২০২৫ বাতিল করা হয়েছে এবং নতুন সংশোধিত তালিকাটি কার্যকর করা হয়েছে।

ইসি সচিবালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানান, প্রতীক তালিকা হালনাগাদ করা হয়েছে নির্বাচনী পরিবেশ আধুনিকায়নের অংশ হিসেবে। এতে নিবন্ধিত দলগুলোর অনুরোধ ও প্রাসঙ্গিকতা বিবেচনা করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রতীক বরাদ্দ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও আধুনিক করা হয়েছে। এবার প্রথমবারের মতো ‘শাপলা’ প্রতীক যুক্ত হয়েছে, যা শান্তি, সৌন্দর্য ও ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত।’

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন প্রতীক যুক্ত হওয়া নির্বাচনী রাজনীতিতে নতুন আগ্রহ সৃষ্টি করবে। বিশেষ করে নবগঠিত দলগুলো এ ধরনের প্রতীকের মাধ্যমে নিজেদের পরিচিতি গড়ে তুলতে পারবে।

নতুন গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন কমিশন আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির আরও একধাপ এগিয়ে গেল। এখন প্রতীক তালিকা অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে প্রার্থী মনোনয়ন ও প্রতীক বরাদ্দ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email