অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে-মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার বিশ্বাসঘাতকতা করেছে-মির্জা ফখরুল

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনৈতিক দলগুলো সরকারের ওপর যে আস্থা রেখেছিল, সরকার সেই আস্থার মর্যাদা রাখতে ব্যর্থ হয়েছে।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-আ স ম রব)–এর ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদ বিরোধী অংশীদারত্বের গণতন্ত্র প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল বলেন, “জনগণের সঙ্গে অন্তর্বর্তী সরকার বিশ্বাসঘাতকতা করেছে।” জুলাই সনদ নিয়ে জাতীয় নির্বাচনের আগেই ঐকমত্য কমিশনের গণভোট সুপারিশের বিরোধিতা করে তিনি বলেন, “জাতীয় নির্বাচনের আগে গণভোট করার কোনো সুযোগ নেই।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “বর্তমান সংকট সৃষ্টি করেছে সরকার নিজেই। তারা যে কমিশন বা কমিটি গঠন করেছে, সেখানে গত আট-নয় মাস ধরে নানা সংস্কার ও ঐকমত্যের আলোচনা হয়েছে। তবে কিছু বিষয়ে আমরা একমত হতে পারিনি।”

তিনি জানান, বিএনপি নির্বাচনে অংশ নেবে এবং দলের ইশতেহারে সংস্কারপন্থী বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হবে। “জনগণ আমাদের ভোট দিলে ক্ষমতায় গিয়ে জাতীয় সংসদে সেগুলো পাস করিয়ে দেশের পরিবর্তন ঘটাব,”—বলেন তিনি।

মির্জা ফখরুল দাবি করেন, দেশের মানুষ ফেব্রুয়ারিতে নির্বাচন চায়। তবে একটি মহল সেই নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় বলেও অভিযোগ করেন তিনি।

বিএনপিকে সংস্কারবিরোধী বলা প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি সংস্কার চায় না—এমন প্রচার জনগণকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে।”

তিনি বলেন, “গণভোট নির্বাচনের আগে করার সুযোগ নেই। ১৯৭১ সালে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের প্রতিও আহ্বান জনগণের দাবি একটি অবাধ নির্বাচন; এতে যেন কেউ বাধা না দেয়।”

আলোচনা সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email