আজ শুক্রবার ৩১ অক্টোবর '২৫ বিকেল ২ টায় রাউজান বৈদ্যপাড়া সার্বজনীন মহামেদ বৌদ্ধ বিহারে মাননীয় উপ-সংঘনায়ক রতনশ্রী মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় কঠিন চীবর দানোৎসব । এতে সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সন্মানিত ট্রাস্টি,মুক্তি যুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সুশীল বড়ুয়া, সংবর্ধিত প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপসংঘনায়ক সুনন্দ মহাথের, সংবর্ধিত প্রদান সদ্ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা করেন পুন্নানন্দ মহাথের,সংবর্ধিত বিশেষ জ্ঞাতি হিসেবে বক্তব্য রাখেন সুমিত্তানন্দ মহাথের,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জ্ঞান বীরিয় মহাথের,ভদ্রিয় মহাথের,সচ্ছিতানন্দ মহাথের,সংঘানন্দ মহাথের, সুমনবংশ মহাথের,সদ্ধমর্দেশনায় অংশ নেন সুমনানন্দ থের,সত্যনন্দ থের,করুনানন্দ থের,বুদ্ধনন্দ থের,দেবপ্রিয় ভিক্ষু প্রমুখ।
প্রদান অতিথির ভাষণে সুশীল বড়ুয়া বলেন দেশে গনতন্ত্রের অনুপস্থিতিতে চরম অস্তির সময় পার করছে। এই অস্থির সময় থেকে মুক্তির উপায় হলো গৌতম বুদ্ধের দর্শন। বুদ্ধের দর্শনের ভিত্তি হলো গনতন্ত্র ও যুক্তিবাদ।গনতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বিএনপি ৩১ দফা জাতীর সামনে উপস্থাপন করেছেন। এই কর্মসূচির মধ্যে রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য প্রয়োজনীয় নির্দেশনা রয়েছে। আরো বক্তব্য রাখেন চীবর দান উৎযাপন কমিটির সভাপতি পুতুল বড়ুয়া,ডাঃ বিকাশ বড়ুয়া,বিহারের সাধারণ সম্পাদক শিক্ষক তিমির কান্তি বড়ুয়া। সমগ্র অনুষ্টান পরিচালনা করেন দীপ্ত বড়ুয়া।
চীবর দানোৎসবের প্রথম পর্বে সকাল ৯ টায় অষ্টপরিস্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়।এতে অংশ নেন রতনশ্রী মহথের,দেবানন্দ মহথের,তিস্সানন্দ মহাথের,সচ্ছিতানন্দ মহাথের,ধর্মপ্রিয় মহাথের,দেবমিত্র থের,দেববংশ থের,করুনাবংশ থের,সুপ্রিয়ানন্দ থের,সংঘমিত্র থের,জ্ঞানেন্দ্রিয় থের,করুনাপ্রিয় থের,রাহুলশ্রী থের,জয়শ্রী ভিক্ষু প্রমুখ।