কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন,আমরা রাজনীতি করতে হবে নিজেদের উন্নয়ন বা ক্ষমতার জন্য নয়, আমরা রাজনীতি করবো আমাদের নতুন প্রজন্মের সুন্দর স্থিতিশীল ভবিষ্যতের জন্য,মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে, মানুষের জন্য কাজ করাটাই আমাদের প্রথম লক্ষ, সুষ্ঠু নির্বাচন এবং মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা না হলে রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিতে পারে। আসন্ন জাতীয় নির্বাচন প্রলম্বিত করার লক্ষ্যে নির্বাচনের পূর্বে গণ ভোটের দাবী তুলে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায় তারাই এর দ্বায় নিতে হবে, দেশের মানুষকে সাথে নিয়ে বিএনপি সকল ষড়যন্ত্রের মোকাবেলা করেই তারেক রহমানের নেতৃত্বে ক্ষমতায় যাবে।
তিনি আজ ১ নভেম্বর (শনিবার) বিকালে ২৪নং আগ্রাবাদ ওয়ার্ডে যুবদল ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে খান সাহেব স্কুল মাঠে ধানের শীষের পক্ষে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ডবলমুরিং থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক সাইফুল আলম রুবেল এর সঞ্চলনায় ও লোকমান হোসেনের সভাপতিত্বে উঠান বৈঠকে এছারাও উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন আরো উপস্তিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি মিয়া হারুন সাবেক সহ তথ্য সম্পাদক আরিফ হোসেন চট্টগ্রাম মহানগর ছাএদল যুগ্ন আহবায়ক মাস্টার আরিফ সাবেক ছাএনেতা নূর হোসেন অপু সাকিফ তাওসিফ ডবলমুরিং থানা যুবদল নেতা ইব্রাহিম ইমন তারেক বাপ্পি হারুন মাইনুদ্দিন প্রিন্স সহ যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাএদল ও অংগসংগঠনের নেতৃবৃন্দ।