প্রতীক হিসেবে শাপলা কলি নেবে এনসিপি-নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রতীক হিসেবে শাপলা কলি নেবে এনসিপি-নাসীরুদ্দীন পাটোয়ারী

প্রতীক হিসেবে শাপলা কলি নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সম্মত বলে জানিয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী। তিনি বলেন, আমরা শাপলা কলি নেব। আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গেসাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা আজ ইসিতে দরখাস্ত দিয়েছি। এখানে শাপলা, সাদা শাপলা ও শাপলা কলি অপশন রাখা হয়েছে।

বৈঠকে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email