অবশেষে পর্দা নামতে চলেছে নারী ওয়ানডে বিশ্বকাপ। শিরোপার লড়াইয়ে মুখোমুখি স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা। রোববার (২ নভেম্বর) নবি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুই দলেরই সামনে রয়েছে প্রথমবার বিশ্বকাপ জয়ের সুযোগ। এদিকে ট্রফি জয়ের পাশাপাশি রয়েছে মোটা অঙ্কের পুরস্কার জেতারও সুােযাগ।
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এবারের আসরে মোট ১ কোটি ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার ঘোষণা করেছে। যা ২০২২ সালের আগের নারী বিশ্বকাপের তুলনায় প্রায় চারগুণ বেশি। এমনকি ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপের মোট প্রাইজমানিও ছিল কম। যা মাত্র ১ কোটি ডলার।
এবারের আসরে তিন ভাগে ভাগ করা হয়েছে পুরস্কারের অর্থ। অংশগ্রহণ, টুর্নামেন্টে অবস্থান এবং জয়সংখ্যা অনুযায়ী অর্থ পাবে দলগুলো।
এবারের চ্যাম্পিয়ন দল ৪৪ লাখ ৮০ হাজার মার্কিন ডলার (প্রায় ৫৫ কোটি টাকা) এবং রানার্সআপ দল এর অর্ধেক, অর্থাৎ ২২ লাখ ৪০ হাজার ডলার করে পাবে।
ফাইনালে যাওয়া দুই দলের মধ্যে কে কত পায়, সেটি জানতে অপেক্ষা করতে হবে ফাইনালের শেষ পর্যন্ত। তবে বাকি ৬ দলের কারা কত পাচ্ছে, সেই হিসাব এরই মধ্যে সম্পন্ন। অংশগ্রহণকারী অন্য ৬ দলের মধ্যে দুই সেমিফাইনালিস্ট ১১.২০ লাখ ডলার করে, পঞ্চম ও ষষ্ঠ স্থানে দুই দল ৭ লাখ ডলার করে আর সপ্তম ও অষ্টম স্থানে থাকা দুই দল ২ লাখ ৮০ হাজার ডলার করে পাচ্ছে।
বাংলাদেশ লিগ পর্বের খেলায় ৩ পয়েন্ট নিয়ে সপ্তম হয়েছে। অর্থাৎ টুর্নামেন্টে অবস্থানের দিক থেকে বাংলাদেশ পাচ্ছে ২.৮০ লাখ ডলার। বাংলাদেশ দল ৭ ম্যাচের মধ্যে জয় পেয়েছে একটিতে। সেটি পাকিস্তানের বিপক্ষে। এখান থেকে জয় বাবদ ৩৪ হাজার ৩১৪ মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ।
সব মিলিয়ে এবারের নারী বিশ্বকাপ থেকে বাংলাদেশ অংশগ্রহণ বাবদ আড়াই লাখ, সপ্তম হিসেবে ২.৮০ লাখ এবং এক জয় বাবদ ৩৪৩১৪ ডলার মিলিয়ে মোট ৫ লাখ ৬৪ হাজার ৩১৪ ডলার পাচ্ছে, যা বর্তমান মুদ্রাবাজার অনুসারে (১ ডলার= ১২২.৩২ টাকা ধরে) বাংলাদেশি টাকায় ৬ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা।