
সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবলে টানা ২য় ম্যাচে জয় পেয়েছে চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব। রবিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিজেকেএস ক্লাব সমিতির উদ্যোগে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ম্যাচে তারা ৩ – ০ গোলে কল্লোল সংঘ গ্রীনকে পরাজিত করে।
চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের পক্ষে ১ম গোল করেন সাইফুর রহমান আসিফ (জার্সি-০৭)। ২য় ও ৩য় গোল করেন যথাক্রমে- মোঃ ইরফান হোসেন (জার্সি-১১) ও তাওহীদুল ইসলাম (জার্সি-২০)। এই জয়ের ফলে টুর্নামেন্টে নিজেদের ২ ম্যাচ ২টিতে জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে। অন্যদিকে কল্লোল সংঘ গ্রীনের পয়েন্ট ২ ম্যাচে ১ ড্র ও ১ পরাজয়ে ১।
রবিবারের খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় সাইফুর রহমান আসিফ (জার্সি-০৭)। খেলা শেষে ম্যান অব দা ম্যাচের হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট এবং নগদ ২,০০০/- টাকা তুলে দেন চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিস মিয়া, সিজেকেএস ক্লাব সমিতির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ, সদস্য আবু বকর সিদ্দিক ও সিজেকেএস কাউন্সিলর নাসির মিঞা।
আগামীকাল ০৩ নভেম্বর ২০২৫ টুর্নামেন্টের কোন খেলা নেই। ০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, দুপুর ২.৪৫ টায় ব্রাদার্স ইউনিয়ন এবং এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাব পরস্পরের মোকাবেলা করবে।







