প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৩, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৮:০০ অপরাহ্ণ
বিমানবন্দর থেকে ৫৭ মামলার আসামি গ্রেফতার

সিলেট বিমানবন্দর এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে ৫৭ মামলার পলাতক আসামি মোহাম্মদ রুহুল আমিনকে (৫৫) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের সহযোগিতায় এ অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রামে পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামান।
গ্রেফতারকৃত রুহুল আমিন পটিয়া উপজেলার এয়াকুবদন্ডী এলাকার আবদুস সালামের পুত্র।
তার বিরুদ্ধে চট্টগ্রামের পটিয়া থানায় ২৭টি সিআর, ১টি জিআর, ৪টি সাজা ওয়ারেন্টসহ মোট ৩২টি মামলা রয়েছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে আরও ১৯টি সিআর মামলা ও ৬টি সাজা ওয়ারেন্ট মুলতবি রয়েছে।
পুলিশ জানায়, আসামি রুহুল আমিনকে গ্রেফতারে দীর্ঘদিন ধরে কাজ করছে পটিয়া থানা পুলিশ। শনিবার (১ নভেম্বর) পটিয়া থানার ওসির নেতৃত্বে এসআই (নি:) শফিক উল্লাহ ও এএসআই (নি:) হাবিবুর রহমানের সমন্বয়ে গঠিত একটি টিম তাকে ধরতে সিলেট বিমানবন্দর এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেফতার করতে সক্ষম হন তারা।
ওসি নুরুজ্জামান বলেন, বহুল আলোচিত আসামি রুহুল আমিন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে সিলেট বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় অসংখ্য মামলা রয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, বিভিন্ন থানায় তার আরও মামলা ও ওয়ারেন্ট থাকার সম্ভাবনা রয়েছে, যা যাচাই-বাছাই চলছে।
Copyright © 2025 নাগরিক দর্পণ. All rights reserved.