চট্টগ্রামের আনোয়ারা উপজেলার প্রাণকেন্দ্র চাতরী চৌমুহনী বাজারে সামান্য বৃষ্টিতেই নেমে আসে চরম ভোগান্তি। বৃষ্টি হলেই বাজারের প্রধান সড়ক ও সংলগ্ন গলিগুলো হাঁটুসমান পানিতে তলিয়ে যায়, ফলে স্থবির হয়ে পড়ে ব্যবসা-বাণিজ্য ও সাধারণ মানুষের চলাচল।
স্থানীয়দের অভিযোগ, বাজারের ড্রেনেজ ব্যবস্থা দীর্ঘদিন ধরে অকার্যকর। ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে থাকায় পানি নিষ্কাশন ব্যাহত হয় এবং সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা।
ভুক্তভোগীরা জানান, বৃষ্টির সময় বাজারের রাস্তা দিয়ে হাঁটা কষ্টকর হয়ে পড়ে। নোংরা পানি ও দুর্গন্ধে অবস্থান করাও দুঃসহ হয়ে ওঠে। ২০১৯ সালে বাজারের জলাবদ্ধতা নিরসনে ৬০ লাখ টাকা ব্যয়ে একটি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন। প্রকল্পের আওতায় ড্রেন, ফুটপাত ও একটি গোলচত্বর নির্মাণ করা হয়। তবে এক বছরের মধ্যেই ড্রেনগুলো কার্যকারিতা হারায়।
বাজারের ব্যবসায়ীরা জানান, নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় পানি জমে দোকানে ঢুকে পড়ে। এতে ব্যবসায় ক্ষতি হয় এবং ক্রেতারাও আসতে অনীহা প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) তাহমিনা আক্তার বলেন, বাজারের ড্রেন নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। তবে স্থানীয় ব্যবসায়ীরা বাজারের বর্জ্য,বিশেষ করে ফলের খোসা ও পচা মালামাল,ড্রেনে ফেলে দেওয়ায় তা দ্রুত বন্ধ হয়ে যাচ্ছে। এ কারণেই জলাবদ্ধতা দেখা দিচ্ছে।