হাটহাজারীর বিএনপির নেতাকর্মীরা মনে করেন, চট্টগ্রামের অন্যতম উপজেলা হাটহাজারী, যা বিগত দেড় দশক ধরে নানা ঘটনায় আলোচিত। ফলে এই আসনে বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী দেওয়ার দরকার ছিল, যাঁর বিশাল কর্মী বাহিনী রয়েছে। পাশাপাশি যিনি সবার মন জুগিয়ে নিয়ে আসবেন বিএনপির জয়। মীর হেলাল এমন এক নেতা যাঁর দ্বারাই এটি সম্ভব।কারণ তিনি শুধু ১৮ ঘন্টা রাজনীতির জন্য সময় দিয়ে গেছেন।
তরুণ এই নেতা এরই মধ্যে বিএনপি চেয়ারপার্সনের ঘনিষ্ঠ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের নজর কাড়ছেন। ফলে চট্টগ্রামে এই তরুণ তুর্কিকে কেন্দ্র করে চট্টগ্রামে রাজনীতি নতুন ধারা সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, চট্টগ্রামে বিএনপির রাজনীতিতে ক্রমেই নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছেন ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন। গত কয়েক বছর ধরে রাজপথের কর্মসূচিতে দলের সক্রিয় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নেতাদের একজন তিনি। এক সময় চটগ্রামে বিএনপি ও জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ দলটির ভাইস-চেয়ারম্যান মীর মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে বাবা এত বড় নেতা হলেও মীর হেলাল নিজেই তার রাজনৈতিক ক্যারিয়ার গড়েছেন নিজ পরিশ্রমের মাধ্যমে।
বিগত আমলে নিষিদ্ধ আওয়ামী লীগের মদদপুষ্ট জাতীয় পার্টির নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের দখলে ছিলো এই আসনটি। তবে ৫ আগস্টের পর সেখানে বিএনপির অবস্থান পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন হাসিনা সরকার পতনের আগে-পরে নানা কর্মসূচি পালন করেছেন হাটহাজারীতে। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতেও অনুসারীদের নিয়ে মাঠে ছিলেন।
ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার উপর আস্থা রেখেছেন। সব নেতাকর্মীর সহযোগিতার কারণেই এটি সম্ভব হয়েছে। আগামীতে ধানের শীষ প্রতীকের ভূমিধস বিজয় আনতে সবার সহযোগিতা দরকার।
তিনি ফেসবুকে লিখেন, আলহামদুলিল্লাহ চট্টগ্রাম ৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) এর ধানেরশীষ আমানত হিসেবে আমার প্রানপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তবাদী দল-বিএনপি আমার হাতে দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আমাকে ধানের শীষের যোগ্য মনে করার জন্য।
ইনশা আল্লাহ আপনার আস্থার সম্মান রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। কৃতজ্ঞ হাটহাজারীবাসী-বায়েজীদবাসী এবং হাটহাজারী-বায়েজিদ বিএনপি পরিবারের প্রতি।
এই অর্জন আপনাদের, আপনাদের আমানত ধানেরশীষ, ধানেরশীষের বিজয় নিশ্চিত করতে হবে চট্টগ্রাম-৫ হাটহাজারী-বায়েজিদে সকলে মিলে ইনশা আল্লাহ। আপনাদের সকলের দোয়া ও সহযোগিতা প্রার্থী।
