জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রেরণায় উদজ্জীবিত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম এর ধানের শীষের পক্ষে আগামী নির্বাচনে গণজোয়ার সৃষ্টির লক্ষ্যে সবাইকে ঐকবদ্ধভাবে কাজ করতে হবে। মনে রাখতে হবে ব্যক্তির চেয়ে দল বড়, কেউ দলের উর্ধ্বে নয়। জাতীর এক ক্রান্তিলগ্নে ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এদেশের ক্ষমতার কেন্দ্র বিন্দুতে আসেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম।
তিনি আজ ৪ নভেম্বর (মঙ্গলবার) বিকাল ৪ টায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগর যুবদলের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদেরকে জয়যুক্ত করতে জাতীয়তাবাদী যুবদলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধ এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহ সভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন এ জাতির ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ১৯৭৫ সালের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জাতীর ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়া যেমন এ জাতিকে মুক্তির পথ দেখিয়েছিলেন, তেমনি আমাদের বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশ রক্ষার ভূমিকায় অবর্তীর্ণ। ব্যক্তিগত কোন্দল রেষারেষি বাদ দিয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে কাজ করতে হবে।
প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সি: সহ সভাপতি ইকবাল হোসেন, সাবেক সহ সভাপতি ফজলুল হক সুমন, মিয়া মো: হারুন, জসিমুল ইসলাম কিশোর, অরূপ বড়–য়া সাবেক যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, রাশেদুল হাসান লেবু, সাবেক সহ সধারণ সম্পাদক ওসমান গণি সিকদার, মুজিবুর রহমান রাসেল, সাবেক সম্পাদক মন্ডলীর সদস্য মহিউদ্দিন মুকুল, সাবেক সহ সম্পাদক জহিরুল ইসলাম জহির, মেজবাহ উদ্দিন মিন্টু, মিজানুর রহমান দুলাল, সাবেক সদস্য শাবাব ইয়াজদানি, কলিম উল্লাহ, থানা যুবদলের মনজুর আলম মঞ্জু, শওকত খান রাজু, সাইফুল ইসলাম রুবেল, সাদ্দাম হোসেন, ইকরাম সিদ্দিকী, নিজাম উদ্দিন, জানে আলম, রাজিব, সোহেল আরমান, সেলিম, রাসেল, ওয়ার্ড যুবদলের মো: হাসান, রিয়াদ, অভি, আনোয়ার হোসেন, তারেক রহমান, ইমতিয়াজ রহমান, আলাউদ্দিন আলো, শাকিল, রফিক, ইমন প্রমুখ নেতৃবৃন্দ।