চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী সরওয়ার আলমগীর বলেছেন, তৃণমূল থেকে উঠে এসেছি। বিগত সময়ে শত জুলুম-নির্যাতন সহ্য করে রাজপথে ছিলাম। দলের দুঃসময়ে যেমন সক্রিয় ছিলাম, পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম। আজ আমার ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন পেয়েছি।
বুধবার (৫ অক্টোবর) বিকালে ফটিকছড়ির নাজিরহাট নতুন ব্রিজ এলাকায় বিশাল মোটর শোভাযাত্রা সহকারে হাজার হাজার নেতাকর্মী, সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে বরণ করে নেন।
এ সময় তিনি তাঁর পরিবারের প্রয়াত সদস্যদের কবর জেয়ারত শেষে ফটিকছড়ির স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে সরওয়ার আলমগীর আরো বলেন, ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে যে ট্রেনে তুলে দিয়েছিলেন, আজ আমি সেই ট্রেনের চালকের আসনে বসেছি। ফটিকছড়ির সাধারণ মানুষ, বিএনপির সকল নেতাকর্মী আমাকে সহযোগিতা করলে আমি অবহেলিত ফটিকছড়ির উন্নয়ন ত্বরান্বিত করতে পারবো।
তিনি বলেন, আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপিতে কোন বিভাজন নেই। আমরা ৫ জন মনোনয়ন চেয়েছি, প্রতিযোগিতা ছিল। আজ ধানের শীষের প্রশ্নে আমরা এক ও অভিন্ন।
ফেব্রুয়ারীতে নির্বাচন হবে কিনা এমন প্রশ্নের জবাবে সরওয়ার আলমগীর বলেন, আমি বিশ্বাস করি বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব প্রফেসর ড. ইউনুস ফেব্রুয়ারিতে নির্বাচনের যে ওয়াদা দিয়েছেন, তা রক্ষা করবেন।