চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, ৭ নভেম্বর জাতীয়জীবনের এক ঐতিহাসিক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে দেশপ্রেমে বলীয়ান হয়ে সিপাহি-জনতা রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও হারানো গণতন্ত্র পুণরুজ্জীবনের অভূতপূর্ব অঙ্গীকার নিয়ে। ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। জাতিকে ঐক্যবদ্ধ করে স্বাধীনতার চেতনা ও জাতীয় সংহতির প্রতীক হিসেবে এ দিবসের গুরুত্ব আজও অনস্বীকার্য।
তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে বন্দর থানাধীন কলসি দিঘির পাড়স্থ এম এ আজিজ এস্টেট প্রাঙ্গনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির আলোচনা সভা ও ৮ নভেম্বর স্থানীয় লিলি কমিউনিটি সেন্টারে নির্বাচনী সভা সফল করার লক্ষ্যে ৩৮ নং ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্রের পথচলাকে অবারিত করতে হবে। জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। তিনি ৭ নভেম্বরের চেতনায় সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আজম উদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহবুব আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাজী মো. হানিফ সওদাগর, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, বন্দর থানা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক হাজী মো.হোসেন, বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী মো. ইলিয়াছ, আবু বকর বকুল, হারুন মেম্বার, হাজী হাসান কোম্পানী, শাহিদা খানম, শাহনামা বাচা, লিটন চৌধুরী, আনোয়ার হোসেন জুনু, আবু রায়হান চৌধুরী, ফাতেমা কাজল প্রমূখ।