
বৃহস্পতিবার রাতেই তদন্তের বিষয়টি জানিয়েছিল বিসিবি। কমিটি গঠনের ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেওয়ার কথাও বলা হয়েছিল। সেই ঘোষণার দুই দিন পর গত রাতে ৩ সদস্যের কমিটি গঠন করল বোর্ড।
এই কমিটির আহ্বায়ক হচ্ছেন সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক তারিক উল হাকিম। এই কমিটিতে আছেন বিসিবির একমাত্র নারী পরিচালক রুবাবা দৌলা, ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ উইমেন্স স্পোর্টস ফেডারেশনের সভানেত্রী ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা।
সম্প্রতি জাহানারা আলম একটি সাক্ষাৎকারে জানান, মঞ্জুরুল তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছেন, যৌন হয়রানিও করেছেন। একাধিক ব্যক্তির নাম উল্লেখ করে জানিয়েছেন তারা তার ক্যারিয়ারই শেষ করে দিতে চেয়েছেন। সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে, শেষ ৪ বছরে একাধিকবার বিসিবির শীর্ষ পর্যায়ে অভিযোগ করেও কোনো পদক্ষেপ নিতে দেখেননি।