চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় "গোবাদিয়া ব্রাদার্স ইউনিয়ন" কর্তৃক আয়োজিত দ্বিতীয় বারের মতো ইয়ুথ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বারশত ইউনিয়নের বখতিয়ারপাড়া ট্রার্ফে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন আনোয়ারা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক দিনকালের উপজেলা প্রতিনিধি ফরহাদুল ইসলাম।
এসময় প্রধান অতিথি হিসেবে আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক সুমন শাহ্, বিশেষ অতিথি হিসেবে স্বাধীন চেতনার প্রজন্ম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।