জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাবেক সহসভাপতি ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেছেন, রাষ্ট্র মেরামতে অংশ নিন, ধানের শীষে ভোট দিন। আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কিছু সংস্কারের প্রয়োজনীয়তা অনুধাবন করেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ থেকে দুই বছর আগেই রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছিলেন। গুপ্ত রাজনৈতিক শক্তির অনুসারী একটি দেশ বিরোধীচক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। পিআর আর গণভোটের নাটক হল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র।
তিনি আজ ১০ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের উদ্যোগে শহীদ নগর এলাকায় নাগরিক সচেতনা বৃদ্ধি ও কেন্দ্র ভিত্তিক স্থানীয় জনগণের সাথে আগামী সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী এরশাদ উল্লাহ’র ধানের শীষের সমর্থনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পলাতক ফ্যাসিষ্ট খুনি হাসিনা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত। মুজিববাদের রাজনীতি এদেশে আর হবে না। যুবদলের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র রুখে দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যার হাতে ধানের শীষ তুলে দেবেন সেই প্রার্থীকে বিজয় করতে যুবদল দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক এরশাদ উল্লাহ পরিচ্ছন্ন ক্লীন রাজনীতিবিদ। চান্দগাঁয়ের সম্ভ্রান্ত বংশের সন্তান এরশাদ উল্লাহ। তিনি এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এরশাদ উল্লাহকে জয়যুক্ত করার জন্য দলমত নির্বিশেষে সকলের প্রতি উদাত্ত আহবান জানান।
বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মনজুর আলম মনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বায়েজিদ বোস্তামী থানা যুবদলের সাবেক আহবায়ক অরূপ বড়–য়া, মহানগর যুবদলের সাবেক প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, মহানগর যুবদল নেতা সিরাজ সিকদার, শাবাব ইয়াজদানী, প্রফেসর সাইদুল হক, থানা যুবদল নেতা নিজাম উদ্দিন, জানে আলম। ৩ নং পাঁচলাইশ ওয়ার্ড যুবদলের সাবেক আহবায়ক মো: হাসানের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম আহবায়ক মো: আনোয়ার, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক এম এ হাসনাত, তারেক রহমান, রুবেল, তাজিম, আলাউদ্দিন, মুজাম্মেল ইসলাম নজু, রাশেদ খান টিপু, ইমতিয়াজুর রহমান, জাহেদ, সাজ্জাদ, ফারুক, ইমন, বাবুল, সেলিম, হেলাল, জসিম, ইসমাইল বালি, বাদশা, জাহাঙ্গীর ফারুক, এস এম সেলিম সহ বায়েজিদ থানা ও ৩ নং ওয়ার্ড যুবদলের অন্তর্গত ইউনিট যুবদল নেতৃবৃন্দ।