আনোয়ারা থানা পুলিশের অভিযানে দখলমুক্ত ও পরিচ্ছন্ন চাতরী চৌমুহনী বাজার

আনোয়ারা থানা পুলিশের অভিযানে দখলমুক্ত ও পরিচ্ছন্ন চাতরী চৌমুহনী বাজার

দক্ষিণ চট্টগ্রামের শিল্পাঞ্চল হিসেবে পরিচিত আনোয়ারা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র চাতরী চৌমুহনী বাজার দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, যানজট ও ফুটপাত দখলের কারণে জনভোগান্তির কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। বিশেষ করে কোরিয়ান ইপিজেড (KEPZ)–এ কর্মরত নারী শ্রমিকদের চলাচল হয়ে পড়েছিল ঝুঁকিপূর্ণ ও কষ্টসাধ্য।

এই অব্যবস্থার অবসানে আনোয়ারা থানা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পরিচালিত হয় এক ব্যতিক্রমধর্মী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দখলমুক্ত অভিযান।

অভিযানের নেতৃত্ব দেন আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন। এতে সহযোগিতা করে ট্রাফিক পুলিশ, বাজার কমিটি, চাতরী ব্যবসায়ী সমিতি,কেপিজেড কর্তৃপক্ষ এবং রোডস অ্যান্ড হাইওয়ে বিভাগ।

অভিযান চলাকালে বাজারের ফুটপাত দখল করে থাকা দীর্ঘদিনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয় এবং ময়লা-আবর্জনা পরিস্কার করা হয়। কয়েক ঘণ্টার মধ্যেই নোংরা ও অগোছালো বাজারটি রূপ নেয় পরিচ্ছন্ন ও শৃঙ্খলাবদ্ধ হাটবাজারে। এতে স্বস্তি ফিরে আসে সাধারণ মানুষ ও যাত্রীদের মাঝে।

অভিযানে উপস্থিত ছিলেন আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সোহানুর রহমান সোহাগ, থানার অন্যান্য কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা।

এ সময় এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন,
ময়লা-আবর্জনা ও ফুটপাত দখলের কারণে এলাকায় জলাবদ্ধতা ও যানজটের সৃষ্টি হচ্ছিল। জনগণের দুর্ভোগ লাঘব ও বাজারে শৃঙ্খলা ফেরাতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। দখল পুনরায় যাতে না হয়, সে বিষয়ে পুলিশের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email