এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

‘ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের দলের মধ্যে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, ত্রিপুরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।’
মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২নং হোসনাবাদ ইউনিয়নে মির্জা নাজিম উদ্দিন খোকনের সভাপতিত্বে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, ‘প্রতিদিন পথসভা, জনসভা শেষ করে যখন বাড়ি ফিরি, আমার পাঞ্জাবি ঘামে ভিজে যায়। আজকে হোসনাবাদের মানুষের ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমার সেই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে। যেমনটা আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় হতো। তখন দেখতাম যত বেশি ঘাম ঝরত, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, হোসনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ।’
এসময় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে মনে হচ্ছে, আমি ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়ে গেছি। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আমার বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।
নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে হুমাম কাদের চৌধুরী বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। সবাইকে বলতে হবে, ভোট দিতে হবে ধানের শীষে। আগামী নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াই হবে। তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে। আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, আমাদেরকে কেউ যেন বিভক্ত করতে না পারে।
তিনি বলেন, এই হোসনাবাদে এসে মনে হলো, আপনাদের হৃদয়ে এখনও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ভালোবাসা অমলিন। আমি আশা করি, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন।
উঠান বৈঠক শেষে হুমাম কাদের চৌধুরী স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে মির্জা নাজিম উদ্দিন খোকনের পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন।
বৈঠকে হোসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ উপজেলার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
ক্যাপসন: রাঙ্গুনিয়ার হোসনাবাদে উঠান বৈঠক বক্তব্য রাখছেন হুমাম কাদের চৌধুরী।







