
রাজধানীর সূত্রাপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
এর আগে, সোমবার (১০ নভেম্বর) মধ্যরাতে রাজধানী ঢাকার যাত্রাবাড়িতে রাইদা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাত একটার দিকে হঠাৎ দাঁড়িয়ে থাকা বাসে আগুন জ্বলতে দেখা যায়। তারা নিজেরা নেভানোর চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের আসন ও অভ্যন্তরীণ অংশ পুড়ে ছাই হয়ে যায়।







