বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

বাড্ডায় যুবককে গুলি করে হত্যা

রাজধানীর মধ্য বাড্ডার একটি বাসায় মামুন শিকদার (৩৯) নামে এক যুবককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ নভেম্বর) ভোর ৪টার দিকে মধ্য বাড্ডার কমিশনার গলির দুই তলা টিনশেড বাড়ির নিচতলা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।

নিহত মামুনের বাড়ি পটুয়াখালীর দুমকি থানার আলগি গ্রামে।

বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসানুর রহমান জানান, বাসাটির মেঝে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তার থুতনির নিচে একটি ছিদ্র রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তার।

ঘটনাস্থলের আশপাশের মানুষজনের কাছে জানা গেছে, যে বাসা থেকে মরদেহটি উদ্ধার হয়েছে, সেটি নিহতের বাসা নয়। মাদক কারবারিদের কোনো দ্বন্দ্বের কারণে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। তবে তা বিস্তারিত তদন্তের পরেই বলা যাবে।

এসআই আরও জানান, নিহতের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় জানা গেছে। তার বাবার নাম আব্দুল মালেক শিকদার। বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আগলী গ্রামে। তবে এখনও তার পরিবারকে খুঁজে পাওয়া যায়নি। মামলা প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email