জুলাই গণঅভ্যুত্থানে পোশাকশ্রমিক মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
বুধবার আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হকের নেতৃত্বাধীন চেম্বার জজ আদালত এই আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। অন্যদিকে আইভীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।
গত ৯ নভেম্বর মিনারুল হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আইভীকে জামিন দেন হাইকোর্ট। বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুল যথাযথ ঘোষণা করে এ রায় দেন। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন জানায়।
২০২৪ সালের ২০ জুলাই সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের আদমজী এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন পোশাক শ্রমিক মিনারুল ইসলাম। এ ঘটনায় তার ভাই নাজমুল হক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলায় ১২ নম্বর আসামি ছিলেন সেলিনা হায়াৎ আইভী।
গত ৯ মে নিজ বাসা পশ্চিম দেওভোগ থেকে গ্রেফতারের পর থেকে আইভী কারাগারে আছেন। জামিন আবেদন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে আবেদন করলে জামিন পান, যা আজ আপিল বিভাগ স্থগিত করেছে।