বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে হবে

বাংলাদেশের শিশু-কিশোরদের আন্তর্জাতিক মঞ্চে নিয়ে যেতে হবে

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, শিশুদের রচনা, প্রযুক্তি, খেলাধুলা ও উদ্যোক্তা প্রতিযোগিতায় অংশ নিতে উৎসাহিত করা উচিত। আনন্দের মধ্যে নিজেকে আবিষ্কার করার মাধ্যমে তাদের মেধাকে সামনে আনা সম্ভব।

বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “শিশু-কিশোররা শুধু গান, নাচ বা বাজনা বাজাতে পারে এটা খুবই ভালো। তবে কেন শুধু এটুকুই সীমাবদ্ধ থাকবে? আনন্দের মধ্যে প্রতিভা আবিষ্কারের সুযোগ থাকা দরকার। প্রত্যেক শিশুর কোনো না কোনো প্রতিভা আছে। সব ধরনের প্রতিভার সুযোগ দিলে দেখা যাবে, কেউ এখানে, কেউ সেখানে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, যারা আজ বিজয়ী হয়েছে, তারা বিভিন্ন স্তর পেরিয়ে এসেছে। এটা তাদের জীবনে উৎসাহ যোগাবে এবং তারা নিজেকে আরও আবিষ্কার করবে। প্রতিযোগিতার মাধ্যমে শিশু-কিশোররা নতুন প্রযুক্তি, উদ্ভাবনী দক্ষতা, খেলাধুলা, উদ্যোক্তা উদ্যোগ, ফ্যাশন ও রান্না সব ক্ষেত্রে নিজেদের সক্ষমতা যাচাই করতে পারবে।

প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেন, “আমরা চাই বাংলাদেশের সেরা শিশু-কিশোররা আন্তর্জাতিক পর্যায়েও সেরা হোক। তাই তাদের জন্য এমন মঞ্চ তৈরি করা প্রয়োজন, যা বিশ্বমানের প্রতিযোগিতার সুযোগ দেবে।”

এর আগে, প্রতিযোগিতার দুই বিভাগের দুই বিজয়ীর হাতে তিন লাখ টাকার চেক ও ট্রফি তুলে দেওয়া হয়। প্রধান উপদেষ্টা সকল অংশগ্রহণকারীকে অভিনন্দন জানান।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email