সিলেট টেস্টের মধ্য দিয়ে দীর্ঘদিন পর ইনিংস ব্যবধানে জয়ের পথে বাংলাদেশ। পরাজয় এড়াতেই আয়ারল্যান্ডের প্রয়োজন ২১৫ রান, উইকেট আছে কেবল ৫টি।
বাংলাদেশ প্রথম ইনিংস ঘোষণা করে ৮ উইকেটে ৫৮৭ রানে। টেস্ট ক্রিকেটে তাদের তৃতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ এটি, দেশের মাঠে সর্বোচ্চ।
আয়ারল্যান্ড বৃহস্পতিবার দিন শেষ করে ৫ উইকেটে রানে ৮৬।
১ উইকেটে ৩৩৮ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দ্রুতই হারায় আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যানকে। ১৬৯ রানের সঙ্গে আর ২ রান যোগ করতে পারেন মাহমুদুল হাসান জয়, ৮০ রানের সঙ্গে ২ রান যোগ করতে পারেন মুমিনুল হক। দুর্দান্ত দুটি ডেলিভারিতে দুজনকেই ফেরান ব্যারি ম্যাককার্থি।