আনোয়ারায় জনসমুদ্রে সরওয়ার জামাল:শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন

আনোয়ারায় জনসমুদ্রে সরওয়ার জামাল:শহীদ জিয়ার স্বপ্ন বাস্তবায়নে ধানের শীষে ভোট দিন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিএনপির বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলা চাতরী চৌমুহনী বাজার টানেল চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী সদস্য সরওয়ার জামাল নিজাম। বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ধানের শীষে ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের এই যাত্রায় সবাইকে একসঙ্গে থাকতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউল রহমান এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন-আমরা সেই আদর্শেই এগিয়ে যাচ্ছি।
র‍্যালিতে আনোয়ারা–কর্ণফুলী বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। এতে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনজুরউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট ফৌজুল আমীন, সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির আনছার, সাবেক সাধারণ সম্পাদক শফিউল আলম, জাকারিয়া চৌধুরী জকু, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আবু, মেজবাহ উদ্দীন চৌধুরী জাহেদ, দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাহ্ওয়াজ জামাল নিজাম (সনি), সাইফুল ইসলাম, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী, আনোয়ারা উপজেলা যুবদলের আহ্বায়ক হারেছ আহমেদ ও সদস্য সচিব ফারুক হোসেন, কর্ণফুলী উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক নইমুদ্দিন চৌধুরী এবং দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দিন সবুজ প্রমুখ।
র‍্যালিকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়, নেতাকর্মীদের অংশগ্রহণে পুরো আনোয়ারা–কর্ণফুলী এলাকা মুখরিত হয়ে ওঠে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on whatsapp
Share on email