চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষের প্রার্থী জনাব এরশাদ উল্লাহ সম্প্রতি সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার, ১৪ নভেম্বর বাদ জুমা চট্টগ্রাম মহানগর বিএনপির দলীয় কার্যালয় সংলগ্ন মসজিদে আয়োজিত এ মিলাদ ও দোয়া মাহফিলে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। মিলাদ ও মোনাজাতে জনাব এরশাদ উল্লাহর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব জনাব নাজিমুর রহমান, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজম উদ্দিন, এস এম সাইফুল, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা ও ইয়াসিন চৌধুরী লিটন।
এছাড়া উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য এস এম আবুল ফয়েজ, জয়নাল আবেদীন জিয়া, কামরুল ইসলাম, জাফর আহম্মেদ, নূর উদ্দিন নুরু এবং মো: ইউসুফ।
দোয়া মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণের জন্য বিশেষ মোনাজাত করা হয়।